দেশজুড়ে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে”নবনির্বাচিত ভূমি মন্ত্রীর সংক্ষিপ্ত জীবনী

ডেস্ক রিপোর্ট

১২ জানুয়ারি ২০২৪ , ১০:৩৩:৩৩ প্রিন্ট সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে”নবনির্বাচিত ভূমি মন্ত্রীর সংক্ষিপ্ত জীবনী

মোল্লা জাহাঙ্গীর আলম/ খুলনা //

নবনির্বাচিত ভূমি মন্ত্রী,খুলনা ৫ আসনের এমপি
নারায়ণ চন্দ্র চন্দ পারিবারিক জীবনে তিনি ৩ পুত্র ১ কন্যার জনক।জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য ও জাতীয় মানবাধিকার কমিশনের অনারাবী সদস্য।

বাবু নারায়ণ চন্দ্র চন্দ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা উলা গ্রামে ১৯৪৫ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করেন।তার পিতার নাম কালিপদ চন্দ,তার মার নাম রেনুকা বালা চন্দ।

তিনি উলা গ্রামের পাঠশালায় তার শিক্ষা জীবন শুরু করে বান্দা মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন।১৯৬১ সালে ডুমরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাস করেন।১৯৬৩ সালে দৌলতপুর বিএল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ১৯৬৭ সালে একই বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

কর্মজীবনঃ-তিনি ডুমুরিয়া সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৩ সালে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান।তিনি ২০০৫ সালে ১১ই মার্চ চাকরি থেকে অবসর নেন।

রাজনৈতিকজীবনঃ- তিনি ১৯৬৭ সালে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন।১৯৬৮ সালে আওয়ামী লীগের ডুমরিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক,১৯৮৪ সালে তিনি ডুমুরিয়া থানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৯৫ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে বর্তমান পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

জনপ্রতিনিধিত্বঃ-তিনি ১৯৭৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ৬ বার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

অতঃপর খুলনা-৫ আসনে ২০০০ সালের ২৩ শে ডিসেম্বর উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ডুমুরিয়া ফুলতলা আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০৮,২০১৪,২০১৮ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ আসন(ডুমুরিয়া ফুলতলা)থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয়
মনোনয়নে নির্বাচিত হন।

তিনি ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ পূর্ণ মন্ত্রী দায়িত্ব পালন করেন।তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের নতুন মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

নির্বাচিত সংসদ সদস্য কমলকে ফুলেল সংবর্ধিত করলেন ঈদগাঁওর দলীয় নেতাকর্মীরা

নড়াইলে নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নড়াইলে নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মির্জাগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি ও আ.লীগের শান্তি সমাবেশ, হামলায় আহত ৩

পিরোজপুর জেলা জজ আদালতের পিপি ও জিপির জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা

শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে: সালাম মূর্শেদী মোল্লা জাহাঙ্গীর আলম- খুলনা। খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিযয়ে চলেছে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য দলের নেতা-কর্মীদের সরকারে উন্নয়নের সাফল্যের কথা দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে। সালাম মূর্শেদী বলেন, শেখ হাসিনা যতদিন আছে, ততদিন এদেশ নিরাপদে থাকবে। তাই দেশের সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তায় আওয়ামী লীগকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই।মঙ্গলবার ২ জানুয়ারি বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী শিবাবড়ি মন্দির চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের পরিচালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, সদস্য মোঃ জামিল খান, ফারহানা নাজনীন, মোসাঃ সামছুন নাহার, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউপি চেয়ারম্যান সাহগীর হোসেন পাভেল। এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আ’লীগ নেতা সৈয়দ মিজানুর রহমান, যুবলীগ নেতা শেখ ইয়াজুর ইসলাম, আ’লীগ নেতা গাজী আজগর আলী, মোঃ ইখতিয়ার হোসেন, মোঃ শাহ আলম খান, মোঃ নাসিম, এসএম ফরহাদ হোসেন, যুবলীগ নেতা এসএম হাবিবুর রহমান তারেক, ছাত্রলীগ নেতা মোঃ নাহিদুর রহমান, মোঃ ইয়াসিন আরাফাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, মোঃ আবুল বাশার, শ্রমিক লীগ নেতা সাইদুর রহমান রিতা, কৃষক লীগ নেতা শেখ আব্দুর রহমান, যুব মহিলা লীগ নেতা মরিয়ম আক্তার পপি প্রমুখ। এর আগে, বেলা ১১টায় দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তুতা কবের খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু। গাজীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সদস্য বিষ্ণুপদ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, গাজীরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল সরদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রিন্স রায়, গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক যুবলীগ নেতা মহাসিন মোল্লা, মোঃ বাবুল, সংরক্ষিত ইউপি সদস্য খুকুমনি। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা জিন্নাত শেখ, লুৎফর মোল্লা, গোলাম মোস্তফা মোল্লা, সেকেন্দার মোল্লা, আকরাম হোসেন প্রমুখ।

নাজিরপুরে সামাজিক সংগঠন সিএএম যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত