জাতীয়

মিঠামইনে প্রধানমন্ত্রীর সেনানিবাস উদ্বোধন উপলক্ষে সেনাপ্রধানের সেনানিবাস পরিদর্শন ও মহড়া অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট

২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৩২:৪৬ প্রিন্ট সংস্করণ

 

বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ আগামী ২৮শে ফেব্রæয়ারী মঙ্গলবার খৈয়ার কান্দায় ধনু নদীর তীরে অবস্থিত মিঠামইন বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনা।এই উপলক্ষে আজ ২৬শে ফেব্রæয়ারী রবিবার বিকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস,এম শফি উদ্দিন আহমেদ এস,বিপি(বার)ও এসপি,এনডিসি,(পিএইচডি) সেনানিবাস এলাকা পরিদর্শন করেন।এসময় তিনি হেলিপ্যাড ১ ও হেলিপ্যাড ২ এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীকে অর্ভ্যথনা উদ্দেশ্যে সেনাবাহিনীর সেনা মহড়া পরিদর্শন করেন।ধনু নদীর তীর সংলগ্ন সিঁড়ি ঘাটের প্রধান ফটকে ও হেলিপ্যাড গ্রাউন্ড এলাকায় পিজিআর মোতায়েন করা হয়।তিনি মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস হতে হেলিকপ্টার যোগে হেলিপ্যাড গ্রাউন্ড ১ এ উড্ডয়ন করেন।সেনাপ্রধানের সফর সঙ্গী হিসাবে ছিলেন,লে: জেনারেল মো: সাইফুল আলম ( কিউ এমজি),ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামরুল হাসান( এম এ টুসি এ এস),ব্রিগেডিয়ার জেনারেল মো: মনিরুল ইসলাম (বিপি এস),মেজর নাহিদ উজ্জামান খান ( সেনাপ্রধানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা), মেজর মো: আশিকুর রহমান খান(এ ডিসি টুসি এ এস)।সেনা প্রধানকে বিদায় জানান,১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী ও অন্যান্য সেনা কর্মকর্তা বৃন্দ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content