জাতীয়

গোয়ালন্দে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৩১:৫০ প্রিন্ট সংস্করণ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি>>

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই আয়োজন করা হয়।

প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি)’র সহায়তায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্ব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. তোফায়েল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।

“স্মার্ট বাংলাদেশ স্মার্ট লাইফসৃটক” এই প্রতিপাদ্যে সারাদেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর অংশ হিসেবে এই সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) প্রাণিসম্পদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রদর্শনীতে ৫০ টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীরা দেশি-বিদেশি প্রাণী- গরু, ছাগল, লোটন কবুতর, বাজরিঘা পাখি, খরগোশ, কিং কবুতর, ভেড়া, অস্ট্রেলিয়ান গাভী, ঘুঘু ও তোতাপরি ছাগল প্রর্দশিত করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদার। উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসিরউদ্দিন রনি সহ প্রমূখ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা ট্রেনিং অফিসার ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: নুরুল ইসলাম তালুকদার।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

জেনারেটরের শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান সাইফুল ইসলাম নোয়াখালী থেকে নোয়াখালীর চাটখিলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি দোকান। শনিবার (৮ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাহাপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে ফায়ার সার্ভিস বলছে ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজারের জলিলের জুতা দোকান ও জোটন বাবুর জুয়েলার্স দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা সেখানে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি মদি, ১টি জুলেয়ার্স, ১টি জুতা দোকানসহ অন্তত আটটি দোকান পুড়ে গেছে। চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কালাম জানান, ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৮টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। অগ্নিকান্ডের সময় বাজারে বিদ্যুৎ ছিলনা। তখন বৈদ্যুতিক জেনারেটর চালু ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

ঈদগাঁও ঐক্য পরিবারের ডাটাবেইজ কার্যক্রম শুরু

বশেমুরবিপ্রবি’তে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মির্জাগঞ্জে মহান বিজয় দিবসে জাতীয় পার্টির নানান কর্মসূচি পালিত

সংসদ নির্বাচনে খুলনায় ৪ আসনে: সালাম মূর্শেদী”সহ

সংসদ নির্বাচনে খুলনায় ৪ আসনে: সালাম মূর্শেদী”সহ

খুলনা সিটি কর্পোরেশন উদ্দ্যেগে অপসারণখুলনা সিটি