দেশজুড়ে

নৌকায় ভোট না দেওয়ার জন্য এড. ফজলুর রহমানের হাত জোড় করে আহ্বান

ডেস্ক রিপোর্ট

৬ জানুয়ারি ২০২৪ , ৭:৪৮:০৪ প্রিন্ট সংস্করণ

০৬-০১-২২২৪ইং
নৌকায় ভোট না দেওয়ার জন্য এড. ফজলুর রহমানের হাত জোড় করে আহ্বান

বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ- আগামী ০৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট না দেওয়ার জন্য হাত জোড় করে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক এমপি এড. ফজলুর রহমান। ৬ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এড. ফজলুর রহমানের নিজস্ব ফেসবুক আইডি থেকে ১০ মিনিট ৫৫ সেকেন্ড এর একটা ভিডিও প্রচার করা হয়। ঐ ভিডিওটিতে দেখা যায় তিনি কান্নাজড়িত কণ্ঠে কিশোরগঞ্জ-৪ আসন (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) জনগণের কাছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কে ভোট না দেওয়ার জন্য অনুরোধ করছেন। তিনি আরও বলেন, প্রিয় ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন উপজেলার মানুষ, আমি আপনাদের কে ভালোবেসে সারাজীবন রাজনীতি করে গিয়েছি, আপনাদের সন্তান হিসেবে এই দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি। যখনই ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন এলাকার মানুষের খারাপ সময় এসেছে আপনাদের কাছে ছুটে গিয়েছি। আপনাদের সুখ-দুঃখের সাথী হওয়ার জন্য আমার দীর্ঘদিনের রাজনৈতিক দল আওয়ামীলীগ কে ছেড়েছে টেলিভিশন মার্কা নিয়ে সতন্ত্র প্রার্থী হয়ে হাজির হয়েছি। আপনারাও দলে দলে আমার সঙ্গী হয়ে ছিলেন কিন্তু ১৯৯৬ সালে নির্বাচনে আপনাদের ভোটে জয় লাভ করেও সতন্ত্র প্রার্থী হওয়ার কারণে ডিক্লারেশন পাইনি। সেই ১৯৯৬ সালের পর থেকে ২০২৪ সালের জানুয়ারি ৩ তারিখ পর্যন্ত ২৭ বছর আপনাদের সুখে-দুঃখে কাছে থাকার চেষ্টা করেছি। আমি আপনাদের জন্য গত ২০১৮ সালে আবার নির্বাচনে গিয়েছিলাম, সেই নির্বাচনে দিনের ভোট আগের রাতে হয়েছিল। পুলিশ আর প্রশাসনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বের হতে পারলাম না। আপনাদের রায় শতভাগ আমার পক্ষে থাকার কথা থাকলেও আমি নির্বাচন মাঠে থাকতে পারি নাই। এমন একটা পরিস্থিতি এবং পরিবেশে আবার নির্বাচন নাটক শুরু হয়েছে। আমি গত ১৫ বছর আমার নিজ বাড়িতে যেতে পারিনি। আমাকে উদ্দেশ্য করে আমার নেতাকর্মীদের মিথ্যা মামলা দেওয়া হযেছে। পহেলা জুলাই আমি অষ্টগ্রামে গিয়েছে ছিলাম সেখানে একটা বিশাল সমাবেশ তৈরি হয়েছিল তখন আওয়ামীলীগের সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় আমার মিশিলে আক্রমণ করে শতশত নেতাকর্মীদের আহত করে ছিলো, কিন্তু দুঃখের বিষয় আবার উল্টো আমার নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়ার হলো। শত শত নেতাকর্মী হাওরে ঘুমিয়েছে। তিনি আরও বলেন, এই এলাকায় ২৭ বছর ধরে একটা অত্যাচারের রাজত্ব চলছে যার জন্য একমাত্র দায়ী একটা পরিবার। যাকে আমি বলি ভোট ডাকাত পরিবার। বাপে পুঁতে মিলেমিশে ভাটি এলাকায় কোনো সময় ভোট ডাকাতি করে চলছে আবার কোনো সময় বিনা ভোটে নির্বাচিত হচ্ছে। এইভাবে যদি প্রহসনের নির্বাচন হতে থাকে তাহলে কোনোদিন প্রকৃত প্রতিনিধি বের হয়ে আসবে না। শখ হাসিনার সরকার গত ১৫ বছর এইদেশে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমার নেত্রী বেগম খালেদা জিয়া ৫ বছর ধরে জেলে বন্দী আছে। বিএনপি ২৫ হাজার নেতাকর্মী মিথ্যা মামলা মাথা নিযে পরিবার ছেড়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আমার ইচ্ছা ছিল জীবনে কোনোদিন যদি আপনাদের প্রতিনিধি হতে পারতাম তাহলে আপনাদের কে সাথে নিয়ে ভাটি এলাকার মানুষের মুখে হাসি ফুটাতাম। আমি ফজলুর রহমান আপনাদের জন্য মুক্তিযুদ্ধ করে ছিলাম আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আপনারা ভোট বর্জন করুন, এই সন্ত্রাসীদের ভোট দিবেন না, আপনারা ভোট কেন্দ্রে যাবেন না । তাদের কে প্রতিহত করুক, তাদের কে ঘিন্না করুন।

বার্তা প্রেরক
বিজয় কর রতন

মিঠামইন কিশোরগঞ্জ

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content