২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৫৫:৩২ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহজালাল দেওয়ান: টঙ্গী গাজীপুর।। গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব আরিচপুর মদিনাপাড়া তরুণ ইসলামী সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর টঙ্গী আরিচপুর রেলগেট রোড হযরত ওমর (রা:) রেলওয়ে জামে মসজিদএর সামনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন ঢাকা শ্যামবাগ জামে মসজিদের ইমাম ও খতিব প্রখ্যাত আলেম মুফতি আশরাফ বিন মনির দা.বা,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া গাফুরিয়া মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি হাফিজুল্লাহ কাসেমী দা.বা,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,টঙ্গী দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আজিজুর রহমান দা.বা.হযরত ওমর (রা:) রেলওয়ে জামে মসজিদএর ইমাম ও খতিব মুফতি ফখরুল আমিন সিরাজী দা.বা। মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ হবিগঞ্জী। ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন,টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকার,সভাপতিত্ব করেন ওমর (রা:) রেলওয়ে জামে মসজিদএর সাধারণ সম্পাদক মো: ,জিানুর রহমান মিজান,ওয়াজ মাহফিল অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার বশির ও মদিনা পাড়ার বিশিষ্ট সমাজসেবক আবু হানিফ জিএম মাদবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত ওমর (রা:) রেলওয়ে জামে মসজিদএর সভাপতি মোঃ জুয়েল খান,বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান আঙ্গুর,আওয়ামী লীগ নেতা শিবলু আহমেদ,স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন জাহিদ,সেলিম,ফাহিম,শুভ আব্দুল,হৃদয়,তোফাজ্জল,বাপ্পি মাহফুজ ও সজল প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি আলোচনা সভায় বলেন মদিনাপাড়া তরুণ ইসলামী সংঘের উদ্যোগে যুবকেরা যে ওয়াজ মাহফিলের মহৎ উদ্যোগ নিয়েছে সত্যিই খুব প্রশংসনীয় দাবিদার,আমি এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই,তরুণ সমাজের উদ্যোগে যে হযরত ওমর (রা:) রেলওয়ে জামে মসজিদ নির্মিত হয়েছে আমি সব সময় এর পাশে থাকব। তার ব্যক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা মসজিদে উন্নয়নের কাজে উপহার দিয়ে যান। ওয়াজ মাহফিল এবং আলোচনা সভা শেষে বিশেষ মুনাজাত দোয়া এবং উপস্থিত মুসল্লিদের রাতের খাবার আয়োজন এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।