২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৪৪:৪১ প্রিন্ট সংস্করণ
জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি>>
জেলা পরিষদের উদ্যোগে গোয়ালন্দের ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যলয়ের নিচে আশ্রয়ন কেন্দ্রে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা,
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা উপস্থিত থেকে বলেন, উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০০ করে মোট ৫০০ কম্বল বিতরণ করা হবে। তারই অংশ হিসাবে আজকের এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমে উদ্বোধন।
এসময় তিনি বলেন শীত কিছুটা কমলেও দারিদ্রদের দুঃখ দুর্দাশা কমে না। তাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে সবসময় থাকতে চাই।
শীতবস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস শাহানা আক্তার, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম ,প্যানেল চেয়ারম্যান আজাদ মোল্লা দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালাম সহ প্রমুখ।