রাজনীতি

লালমনিরহাটে জেলা বিএনপি’র পদযাত্রা।

ডেস্ক রিপোর্ট

২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:২৩:৩৮ প্রিন্ট সংস্করণ

মোঃ বিপুল ইসলাম,
স্টাফ রিপোর্টার।

 

লালমনিরহাটে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২৫ ফেব্রুয়ার) দুপুরে
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও দমণ-নিপীড়ণের প্রতিবাদে এবং দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণ-বিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাজবন্দিদের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবীতে পদযাত্রা করছে বিএনপি ।কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে লালমনিরহাটে পদযাত্রা নেতৃত্ব দেন বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,জাতীয় নির্বাহী কমিটি সদস্য আসাদুল হাবিব দুলু।
উক্ত কর্মসূচিতে জেলা বিএনপি’র সকল স্তরের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার মানুষ উপস্থিতি ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content