দেশজুড়ে

কালিকা প্রসাদে “ফ্যাশন বাড়ির” মিলন উৎসব অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

২৬ এপ্রিল ২০২৩ , ১০:৩৮:৩৪ প্রিন্ট সংস্করণ

আরিফুল ইসলাম আশিক
স্টাফ রিপোর্টার,

উৎসব-আড্ডা, সুখ-দুঃখের ভাগাভাগি ও আনন্দ মুখরিত পরিবেশে পালিত হলো কালিকা প্রসাদ “ফ্যাশন বাড়ির” বংশীয় মিলনমেলা। উক্ত মিলন মেলায় ঈদ পরবর্তী ফ্যাশন বাড়ি বংশের সকলের উপস্থিতিতে আলোচনা সভা, কমিটি গঠন ও খাওয়া দাওয়ার বেবস্থা করা হয়।

উক্ত উৎসবে বক্তারা বংশের সকলের উদ্দেশে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ন আলোচনা প্রদান করেন। সকলের সম্মতিতে, বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করার আহ্বান জানান মোঃ মোবারক ফ্যাশন। এসময় উপস্থিত ছিলেন ফ্যাশন বাড়ির মুরুব্বী মোঃ মুতি মিয়া ফ্যাশন, মোঃ আব্দুল কুদ্দুস ফ্যাশন, মোঃ হেলাল উদ্দিন ফ্যাশন, মোঃ নাছির উদ্দিন ফ্যাশন, মোঃ জামাল ফ্যাশন, মোহাম্মদ আলী ফ্যাশন, মোঃ আব্দুল লতিফ ফ্যাশন, মোঃ আবুল কাসেম ফ্যাশন সহ বংশের সকল যুবকরা।

মিলনমেলার এ উৎসব প্রেরণা যোগাবে, স্বজনের আন্তরিকতা সমৃদ্ধ করবে। এমন আয়োজনে প্রত্যাশাও তাই আগামীতে মহামিলনের রূপ নেবে, আবারো মিলিত হবে প্রাণের বন্ধনে। এই মিলন মেলাকে উদ্দেশ্য করে অভ্যন্তরীণ কলহ, ঝগড়া বিবাদ ভুলে গিয়ে একত্রে বাকিটা জীবন কাটানোর অঙ্গীকার করেন সবাই।

সোমবার রাত নয়টায় ফ্যাশন বাড়ির মোঃ আলমগীর ফ্যাশনের বাড়িতে আনন্দ-উচ্ছাসে মেতে উঠে, কালিকা প্রসাদের সুপরিচিত ফ্যাশন বাড়ির তিন প্রজন্ম’র সদস্যরা।

মিলনমেলার বয়োজেষ্ঠ্য ওই পরিবারের জামাতা কালিকা প্রসাদ ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ঠ সমাজ সেবক সকলের সু পরিচিত খোলা মনের মানুষ মোঃ ফুল মিয়া অনুষ্ঠানে উপস্থত ছিলেন।

ঠিক কত বছর পরে, সবাইকে কাছে পেলাম মনেই নাই। তবু আনন্দ ও হৃদ্ধতায় মিলন হতে পেরে শুকরিয়া মহান আল্লাহ’র কাছে। পারিবারিক মিলনমেলায় এসে অনুভব করেছি আপনজনরা কত কাছের, কত আপনার। আগামীতেও এ রকম আয়োজনকে আরো সমৃদ্ধ করতে পরিকল্পনা নেয়া হবে। আরো বড় পরিসরে, আনন্দঘন আয়োজনে উদযাপন করা হবে, এ পারিবারিক মিলনমেলা। প্রীতিভোজ শেষে এসব কথা বলেন, মোঃ নাছির উদ্দিন ফ্যাশন। তিনি বলেন, পারিবারিক মিলনমেলা একটি বংশের আভিজাত্যের প্রতীক।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content