দেশজুড়ে

টঙ্গী পূর্ব থানা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৩৭:১৩ প্রিন্ট সংস্করণ

 

মো:শাহজালাল দেওয়ান: টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা যুবলীগের আয়োজনে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, পুলিশের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে সাবেক ছাত্রনেতা ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য আমান সরকার ও কাইয়ুম সরকার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। পুনরায় টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয় । এর আগে আমান সরকার এর সভাপতিত্বে ও ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা ও টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান কিবরিয়া মুন,লিটন উদ্দিন সরকার,একে এম পলাশ জলিল,৪৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোক্তার হোসেন রতন,৪৭ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মনির হোসেন সাগর,৫০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায় আব্দুল আজিজ,৪৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির রুবেল,৪৬ নং ওয়ার্ড আহবায়ক আলী হোসেন ,৫৬ নং ওয়ার্ড আহবায়ক ওমর ফারুক মিলন,৫৫ নং ওয়ার্ডের যুবলীগের আহবায়ক জাকির হোসেন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক ৪৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা জুলহাস খান প্রমুখ। আলোচনা সভায় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য কাইয়ুম সরকার বলেছেন বাংলাদেশের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের মাথা নষ্ট হয়ে গেছে,যখন বাংলাদেশ সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে তখনই বারবার বিএনপি-জামাত বাধাগ্রস্ত করার চেষ্টা করে,বিএনপি যে শান্তি মিছিল করার জন্য ঢাকা শহরে সিদ্ধান্ত নিয়েছে সেই শান্তি মিছিলে তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তিনি আরও বলেন আমরা গাজীপুর মহানগর যুবলীগ সব সময় রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আছি থাকবো,আমাদের প্রিয় নেতা গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল হাসান সরকার রাসেল মহানগর এর ৫৭ টি ওয়ার্ড কে তিনি সুসংগঠিত করে রেখেছেন,যেকোনো লড়াই সংগ্রাম আন্দোলনে যুবলীগে সামনের সারি থেকে অংশগ্রহণ করবে তারই ধারাবাহিকতায় আজ এই টঙ্গী পূর্ব থানা শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে: সালাম মূর্শেদী মোল্লা জাহাঙ্গীর আলম- খুলনা। খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিযয়ে চলেছে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য দলের নেতা-কর্মীদের সরকারে উন্নয়নের সাফল্যের কথা দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে। সালাম মূর্শেদী বলেন, শেখ হাসিনা যতদিন আছে, ততদিন এদেশ নিরাপদে থাকবে। তাই দেশের সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তায় আওয়ামী লীগকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই।মঙ্গলবার ২ জানুয়ারি বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী শিবাবড়ি মন্দির চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের পরিচালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, সদস্য মোঃ জামিল খান, ফারহানা নাজনীন, মোসাঃ সামছুন নাহার, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউপি চেয়ারম্যান সাহগীর হোসেন পাভেল। এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আ’লীগ নেতা সৈয়দ মিজানুর রহমান, যুবলীগ নেতা শেখ ইয়াজুর ইসলাম, আ’লীগ নেতা গাজী আজগর আলী, মোঃ ইখতিয়ার হোসেন, মোঃ শাহ আলম খান, মোঃ নাসিম, এসএম ফরহাদ হোসেন, যুবলীগ নেতা এসএম হাবিবুর রহমান তারেক, ছাত্রলীগ নেতা মোঃ নাহিদুর রহমান, মোঃ ইয়াসিন আরাফাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, মোঃ আবুল বাশার, শ্রমিক লীগ নেতা সাইদুর রহমান রিতা, কৃষক লীগ নেতা শেখ আব্দুর রহমান, যুব মহিলা লীগ নেতা মরিয়ম আক্তার পপি প্রমুখ। এর আগে, বেলা ১১টায় দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তুতা কবের খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু। গাজীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সদস্য বিষ্ণুপদ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, গাজীরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল সরদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রিন্স রায়, গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক যুবলীগ নেতা মহাসিন মোল্লা, মোঃ বাবুল, সংরক্ষিত ইউপি সদস্য খুকুমনি। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা জিন্নাত শেখ, লুৎফর মোল্লা, গোলাম মোস্তফা মোল্লা, সেকেন্দার মোল্লা, আকরাম হোসেন প্রমুখ।

ঈদগাঁওতে ভোট গ্রহণ চলছে : নতুন ভোটারদের মাঝে আনন্দ

চট্টগ্রাম মহানগরীর টেরীবাজার এলাকায় প্যাডেল রিকশা ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ, বিক্ষোভ

গৃহবধু ধর্ষণে তরুন মেহেদী হাসান গ্রেফতার

যে কারণে তোষামোদ করতে নিষেধ করেছেন রাসূল সা.। হাফিজ মাছুম আহমদ দুধরচকী

যে কারণে তোষামোদ করতে নিষেধ করেছেন রাসূল সা.। হাফিজ মাছুম আহমদ দুধরচকী

জিতবে আবার নৌকা

জিতবে আবার নৌকা