ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জে রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ, অভিযোগকারিকে ঠিকাদারের হুমকি।

Developer Zone
এপ্রিল ১৭, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাহাঙ্গীর আলম
দিনাজপুর জেলা প্রতিনিধি।।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের নারায়নপুর হতে তাহেরগন্জ পর্যুন্ত রাস্তাটি চলতি অর্থবছরে হেয়ারিং করনের জন্য বরাদ্দ হয়। যার বরাদ্দকৃত অর্থের পরিমান ছিল তেষট্টি লক্ষ আটাশ হাজার টাকা। হেয়ারিং রাস্তাটির দৈর্ঘ্য এক কিলোমিটার। প্রস্থে দশ ফুট। এই রাস্তার কাজে এক নম্বর ইট দিয়ে কাজ করার কথা থাকলেও ঠিকাদার কাজ করছে দুই নাম্বার ও তিন নাম্বার ইট দিয়ে, এবং রাস্তার কাজে ছয় ইঞ্চি বালি দেওয়ার নির্দেশনা থাকলেও বালি দেওয়া হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি। দিনাজপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার এই কাজটি করছেন।ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্যাধিকারী মোঃ মুরাদের নিকট স্থানীয় জনগন কাজের এমন অনিয়মের মৌখিক অভিযোগ করলে ঠিকাদার মুরাদ স্থানীয় স্বচেতন অভিযোগকারী জনগনকে মামলা মোকদ্দমা সহ বিভিন্ন প্রকার হয়রানি করার হুমকি প্রদান করেন। স্থানীয় স্বচেতন জনগন মোঃ জাহিদ হাসানের নেতৃত্বে এলাকার সাধারণ মানুষের গণস্বাক্ষর গ্রহন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট একটি অভিযোগ প্রদান করেন চলতি মাসের ১৬ তারিখে। এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে তার মোবাইল ফোনে কথা বলে যানতে চাইলে তিনি এবিসয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেন। বিষয়টি নিয়ে অত্র এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে। এমন অনিয়ম বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ড কে ব্যাহত করছে, বিধায় স্বঠিক তদারকির মাধ্যমে এই কাজগুলো পরিচালিত করার জন্য এলাকার স্বচেতন জনগন সংশ্লিষ্ট দপ্তরের আশুহস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন: