দেশজুড়ে

শাহজাদপুরে মাধ্যমিক বিদ‍্যালয় ভিত্বিক স্বাস্থ‍্য সুরক্ষা ক্লাবের সাথে এমপি ‘র সমাবেশ ও মতবিনিময়।

ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৫৯:৫৯ প্রিন্ট সংস্করণ

 

মো: জাকারিয়া হোসেন, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

আজ ২৩/০২/২০২৩খ্রী: বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর রবীন্দ্র কাছারী বাড়ি অডিটোরিয়াম মাধ্যমিক বিদ‍্যালয় ভিত্তিক স্বাস্থ্য সুরক্ষা ক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় ও সমাবেশ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। শাহজাদপুর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব মো: রফিকুল ইসলামের সঞ্চালনা য় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ব বিদ্যা লয়ের শিক্ষক ড. মো: রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো: মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ লিয়াকত প্রমুখ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content