২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:২৯:০৯ প্রিন্ট সংস্করণ
মোঃ জাকারিয়া হোসেন,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে তিন দিনব্যাপি একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে ।
২২/০২/২০২৩খ্রী: বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিন ব্যাপি এ বই মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মুস্তাক আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব মামুনুর রশীদ লিয়াকত, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, ওসি নজরুল ইসলাম মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন,শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমূখ । এ সময় তিনদিন ব্যাপি একুশে বই মেলার উদ্বোধন শেষে অতিথিরা মেলার উনিশটি স্টল ঘুরে দেখেন। এদিকে বই মেলার প্রথম দিনেই পাঠক দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।