দেশজুড়ে

চান্দিনায় সিআইজি কংগ্রেস মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট

১২ এপ্রিল ২০২৩ , ৭:০০:৫১ প্রিন্ট সংস্করণ

 

ইয়াছিন আরাফাত,কুমিল্লা

২০২২-২০২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ- প্রজেক্ট( এনএটিপি-২) ডিএই অংঙ্গ শীর্ষক প্রকল্পের আওতায় কুমিল্লার চান্দিনায় সিআইজি কংগ্রেস মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চান্দিনা এর আয়োজনে ওই কংগ্রেস মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কৃষিবিদ মো. সিরাজ উদ্দিন হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. শেখ আজিজুর রহমান।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন মুন্সি এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তুলাতলী সিআইজি পৌরসভার ফসল সমবায় সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, পুর্ব রামচন্দ্রপুর সিআইজি সদস্য মো. সাইফুল ইসলাম, মাধাইয়া মীরগঞ্জ কুটুম্বপুর সিআইজি সমিতি সদস্য মো. তাজুল ইসলাম, কেরনখাল ডুমিয়া মহিলা সিআইজি সভাপতি কবিতা রানী, এতবারপুর মেহের উত্তরপাড়া মহিলা সিআইজি সমবায় সমিতি সভাপতি সুফিয়া বেগম প্রমুখ।

বক্তারা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিবেশবান্ধব কৃষি, মাটির স্বাস্থ্য সুরক্ষা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রভৃতি।

উক্ত অনুষ্ঠানে চান্দিনা উপজেলা ১ টি পৌরসভার সহ উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে ১’শ ৫০ জন কৃষক/ কৃষাণী উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. বদিউল আলম

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content