ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর, হেমায়েতপুরে আপন পুত্রবধুকে জোর করে ধর্ষন করার অভিযোগ উঠেছে।

Developer Zone
এপ্রিল ১২, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

আল আমিন হোসেন:মেহেরপুর জেলার গাংনী থানার , হেমায়েতপুরে আপন শশুর পুত্রবধুকে জোর করে ধর্ষন করার অভিযোগ উঠেছে।
আজ ১২ই এপ্রিল২০২৩ রোজ বুধবার বেলা ১২ টার সময় এই ঘটনা ঘটে।

পুত্রবধু পলি সংসারে কাজ সেরে শশুরের কক্ষে ঝাড়ু দিতে গেলে নির্জনে পেয়ে পুত্রবধুর উপর নরপশুর মত ঝাপিয়ে পড়ে। পুত্রবধূ চিৎকার করলে লোকজন জরো হলে ধাক্কা দিয়ে লম্পট শ্বশুর শহিদের হাত থেকে রক্ষা পায় । এ খবর জানাজানি হওয়ার পর এলাকাবাসী চোড়াও হয় লম্পট শ্বশুরের উপরে।
লম্পট শ্বশুর হলেন, গাংনী থানার হেমায়েতপুর গ্রামে মৃত আহমেদ বিশ্বাসের ছেলে।

এদিকে পূর্বেও ছেলের আরো তিনটা বউ একই কারণে বাড়ি ছাড়া হয়েছে। গত বছর একই কাজের জন্য জেল হাজত খাটে শহিদ। পুত্রবধূ মেয়ের মত। আর এই পবিত্র রমজান মাসে যখন একটি মেয়ের উপর এমন কুৎসিত ঘটনা ঘটে সমাজ আজ কোথায় নেমে গেছে।
গত দুই মাস পূর্বে শহিদের নিজের বউ মারা যাওয়ার পর থেকে এই পাশবিক ঘটনা আরও বাড়িয়ে দেন।
এদিকে পুত্রবধূ পলি বলেন আমার স্বামী একটু বুদ্ধি কম। আমার স্বামীর নাম-
আশরাফুল, আমার বাপের বাড়ি গাংনী থানার চান্দামারী। আমার এখন আত্মহত্যা ছাড়া আর কোন পথ নেই। সমাজে আমি এই মুখ কি করে দেখাবো। যেখানে একবার নয় বারবার একই ঘটনা ঘটছে। আমার ১৮ মাসের একটি কন্যা সন্তান আছে বিধায় তার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি এখনো, নয়তো এর পূর্বেই জীবনটা শেষ করে দিতাম। বর্তমানে এমন পর্যায়ে পৌঁছাইছে আমার আর বেঁচে থাকার কোন ইচ্ছাই নাই। আমি যদি মরে যাই দায়ী থাকবে আমার লম্পট শ্বশুর, দায়ী থাকবে দেশের প্রচলিত আইন,দায়ী থাকবে সমাজ ব্যবস্থা। কারণ যে আইন একটা নরপশু মানুষকে সংশোধন করতে পারেনা, একটা নারীকে যখন নিরাপত্তা দিতে পারে না।উল্টো নিজেকে প্রশ্নের মুখে পড়তে হয় কতক্ষণ কি করেছে তখন নিজের ভাষা নিজেই হারিয়ে ফেলি।সমাজ যখন আমাকে নিরাপত্তা দিতে পারছে না। আইনের ফাক দিয়ে যখন একজন আসামী বেরিয়ে আসে তখন সে আরো ভয়াবহ রূপ ধারণ করে। যেখানে নিজের নিরাপত্তা নেই। সেখানে বেঁচে থেকে আর লাভ নেই। চলে যাবো ঐ জগতে, যে জগতে আর কেউ এমন করবে না। দিতে হবে না নিজের ইজ্জত বিসর্জন । যখন সমাজই নিরাপদ নয় তখন বেঁচে থেকে আর কি লাভ। বারবার ধর্ষিত তো আর হতে হবে না, ছিরবে না, জামা, কাপড়, ব্লাউজ।

শেয়ার করুন: