৯ এপ্রিল ২০২৩ , ১০:৫০:১৭ প্রিন্ট সংস্করণ
কামরুল হাসান সুজন,
লাখাই-হবিগঞ্জ
লাখাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের ইফতার মাফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় তেঘরিয়া শাহী ঈদগাহ মাঠে ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভা ইসলামি আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সভাপতি মোঃ কাজল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন হবিগন্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিবউদ্দিন আহমেদ সোহেল, ইসলামী শ্রমিক আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সামছুল আলম সাজু।এতে আলোচনায় অংশ নেন। উলামা আইম্মা মাশায়েখ লাখাই উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান ,লাখাই উপজেলা শাখার সাবেক সদর মোজাহিদ কমিটির মুফতি ইকবাল হুসাইন, তেঘরিয়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আবুল বাশার , আবুল ফয়েজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম।, শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিনুল ইসলাম। , মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। মাহফিলে প্রায় ১হাজার মুসল্লী অংশ নেয়।