দেশজুড়ে

লালমনিরহাটে বিএনপি’র অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট

৮ এপ্রিল ২০২৩ , ১১:২১:৪৬ প্রিন্ট সংস্করণ

 

মোঃ বিপুল ইসলাম,
স্টাফ রিপোর্টার।

লালমনিরহাটে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া উর্ধ্বগতি হাসিনা সরকারের সর্বগ্রাসী দুর্নীতি এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে- অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টায় লালমনিরহাট জেলা বিএনপি’র কার্যালয় চত্ত্বরে লালমনিরহাট সদর উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর উপজেলা বিএনপি’র সভাপতি একেএম মমিনুল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাড. জিন্নাত আরা ফেরদৌস রোজী, সাংগঠনিক সম্পাদক মজমুল হক প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনপি’র এ অবস্থান কর্মসূচি দুপুর ২টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content