আইন

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট

৮ এপ্রিল ২০২৩ , ১০:৪৪:৫২ প্রিন্ট সংস্করণ

 

বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ: কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিতে হালচাষকে কেন্দ্র এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রীও আহত হয়েছেন। এ ঘটনায় হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলা সদরের কলাতুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নহত সিরাজুল ইসলাম (৪২) উপজেলার কলাতলী গ্রামের বাসিন্দা আবদুল মোতালিবের ছেলে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, কৃষি কাজের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন সিরাজুল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সিরাজুল ইসলাম জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন। জমি চাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ধ্যায় ট্রাক্টরের মালিক একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে জামানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় সিরাজুলের ওপর হামলার প্রস্তুতি নেন জামান ও তার সহযোগীরা। বিষয়টি বুঝতে পেরে হামলার ভয়ে দ্রুত জমি থেকে বাড়ি চলে যান সিরাজুল। স্থানীয়রা আরও জানান, কিছুক্ষণ পর জামান ও তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে সিরাজুল ইসলামের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তার ঘরে ঢুকে সিরাজুলকে কুপিয়ে জখম করেন। মুমূর্ষু অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content