আইন

আলফাডাঙ্গায় গাঁজাসহ আটক ১

ডেস্ক রিপোর্ট

৮ এপ্রিল ২০২৩ , ৬:১১:১৮ প্রিন্ট সংস্করণ

 

মুকুল বসু ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ তুহিন শেখ (২৫) নামে এক মাদক কারবারিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আটককৃত তুহিন শেখ উপজেলার উথলী গ্রামের হাসান শেখের ছেলে। তাঁর কাছ থেকে ৫০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content