ঢাকাশনিবার , ৮ এপ্রিল ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাসামগ্রীসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবী সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের

Developer Zone
এপ্রিল ৮, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

আঃ হান্নান আল আজাদ আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহঃ

আজ ০৮ এপ্রিল ২০২৩ তারিখ বিকাল ০৩ টায় ময়মনসিংহ শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্ত্বরে শিক্ষাসামগ্রীসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে মানববন্ধন করে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ।

সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো: শাহজাহান এর সভাপতিত্ত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল হান্নান, রেজাউল ইসলাম আকাশ, নাজমুল হাসান রাজু খান, শাহরিয়ার আহমেদ আশিক, সৈয়দ আরমান হোসেন ইমন, মো: সোহানুর ইসলাম সোহান, মো: শহিদুল্লাহ বকুল প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, শিক্ষা সামগ্রীর উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ তাদের সন্তানদের পড়ালেখা করাতে হিমশিম খাচ্ছেন। শিক্ষার খরচ বহন করতে না পারায় অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ছে। ফলে বঞ্চিত হচ্ছে শিক্ষা অর্জন থেকে। যা জাতির শিক্ষার অগ্রগতির জন্য অশনিসংকেত। তাই রাষ্ট্রের উচিত শিক্ষাসামগ্রীর দাম কমানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। অন্যথায় এর বিরূপ প্রভাব পড়বে জাতীয় জীবনে।

বক্তরা বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের বাইরে চলে গিয়েছে। ফলে বিরুপ প্রভাব ফেলেছে খেটে খাওয়া সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। অস্থির চিত্র আজ বাজারে।দৃশমান বাজার সিন্ডিকেটের দৌরাত্ম। বাজার সিন্ডিকেট নিত্যপণ্যের অতি মূল্যবৃদ্ধি ঘটিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। নিরুপায় সাধারণ মানুষ। চারিদিকে মাৎস্যন্যায় চিত্র। এভাবে চলতে পারে না। বাজার সিন্ডিকেটের কাছে দেশ, জাতি, সরকার জিম্মি হতে পারে না। বাজার সিন্ডিকেট সকলের শত্রু। শক্ত হাতে এদের লাগাম টেনে ধরা উচিত। বক্তারা বাজার সিন্ডিকেটের কালোথাবা রোধ করে বাজারে অতিসত্ত্বর স্থিতিশীল অবস্থা আনয়নে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান।

শেয়ার করুন: