দেশজুড়ে

হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদ স্বরূপকাঠি উপজেলার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট

৮ এপ্রিল ২০২৩ , ৩:০৯:১১ প্রিন্ট সংস্করণ

 

 

মাইনুল ইসলাম মামুন পিরোজপুর প্রতিনিধি:-

 

ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই ও ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এই প্রতিবাদ বিষয়কে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর স্বরূপকাঠি উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (০৭ মার্চ )শুক্রবার দুপুরে স্বরূপকাঠি কেন্দ্রীয় মন্দিরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর স্বরূপকাঠি উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ এবং পিরোজপুর জেলা শাখার নীতি নির্ধারকদের উপস্থিতিতে এই পরিচিতি সভার কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ স্বরূপকাঠি উপজেলা শাখার সভাপতি শ্রী শিশির কর্মকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী রত্নেশ্বর কর্মকার রতন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রী বাবুল হালদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী দিলীপ কুমার মাঝি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি শ্রী সুভাষ সরকার, সহ-সভাপতি অ্যাডভোকেট শ্রী রাজশেখর দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রী চন্দ্রশেখর হালদার, সাধারণ সম্পাদক পিরোজপুর পৌর শাখা শ্রী দীপঙ্কর মাতা মিন্টু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শ্রীমতি অপর্ণা হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৫-১১-২০২২ ইং তারিখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ স্বরূপকাঠি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। বাবু শিশির কর্মকার সভাপতি এবং বাবু রত্নেশ্বর কর্মকার রতন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। পরবর্তীতে উপজেলা মিটিংয়ে কণ্ঠভোটের মাধ্যমে মোট ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content