অপরাধ

রাণীনগরে চোলাই মদসহ এক নারী আটক

ডেস্ক রিপোর্ট

৭ এপ্রিল ২০২৩ , ৫:১২:০২ প্রিন্ট সংস্করণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চোলাই মদসহ দেলোয়ারা ওরফে বিলকিস (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মিরাট ইউনিয়নের কিসমতহরপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক বিলকিস ওই গ্রামের আলম মন্ডলের স্ত্রী। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাট ইউনিয়নের কিসমতহরপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ,আটক বিলকিসের বাড়ী তল্লাশী করে আট লিটার চোলাই মদসহ তাকে কে আটক করা হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content