কৃষি

শাহজাদপুরে গোল আলুর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি।

ডেস্ক রিপোর্ট

৭ এপ্রিল ২০২৩ , ২:২৬:৩৭ প্রিন্ট সংস্করণ

 

মো: জাকারিয়া হোসেন, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিন্যাদাইর গ্রাম সহ সকল স্থানে গোল আলুর বাম্পার ফলন হয়েছে।
রান্নায় গোল আলু একটি অতি পরিচিত সবজি।
মূলত শীতকালে চাষ হলেও সারা বছর বাজারে পাওয়া যায়, ফলে ভোক্তাদের কাছে ও এটি জনপ্রিয়। শাহজাদপুর উপজেলার বিন্যাদাইর গ্রামে কৃষক আল আমিনের কৃষি জমিতে গিয়ে দেখা যায় আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষক আল আমিন এখন শ্রমিক দিয়ে আলু তোলাতে ব্যস্ত সময় পার করছে। তার সাথে কথা বলে জানা যায়, তিনি আগে স্থানীয় বাজার থেকে বীজ আলু সংগ্রহ করে লাগাতেন এবং ফলন কম পেতেন। এ বছর তিনি কৃষি বিভাগের পরামর্শে উন্নত জাতের আলু গ্র্যানুলা চাষ করেছেন এবং তার ফলন অনেক বেড়েছে।
আগে প্রতি শতাংশে যেখানে এক থেকে দেড় মণ আলুর ফলন পেতেন, এ বছর সেই জমিতেই তিন থেকে সাড়ে তিন মণ আলু পাচ্ছেন। তিনি আরো বলেন, এক বিঘা জমি চাষ করতে সব মিলিয়ে প্রায় ৩০০০ টাকার মতো খরচ হয়, এক বিঘায় তিনি ৯০ থেকে ১০০ মণ আলু পান। তিনি যদি ৮০০ টাকা মণ আলু বিক্রি করতে পারেন তবে তার বিঘা প্রতি প্রায় ৫০ হাজার টাকার মতো লাভ থাকে।
উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ এহসানুল হক বলেন, এই উপজেলায় এ বছর প্রায় ১২০ হেক্টর জমিতে গোল আলুর চাষ হয়েছে।
তারা চান, এই পুরো এলাকায় আধুনিক জাতের আলুর চাষ সম্প্রসারিত হোক। সে জন্য কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প থেকে প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবং প্রতিনিয়ত কৃষকদের কে পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী বছর এই নতুন জাতের আলুর চাষ আরো সম্প্রসারিত হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

বিশ্বম্ভরপুরে গণহত্যা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুর্গাপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে “সাদ্দাম আকুঞ্জির” ঈদ উপহার বিতরণ

বরিশাল সিটিতে নৌকা পেলেন আবুল খায়ের আবদুল্লাহ

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন দৌলতপুর উপজেলা প্রশাসনের   মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর মানিকগঞ্জ।   মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায়  শহীদ বুদ্ধিজীবী বুদ্ধি দিবস পালন করে উপজেলা প্রশাসন   ১৪(ডিসেম্বর)সকাল ৮ টায়  শহীদদের প্রতি ফুল দিয়ে  শ্রদ্ধা জানায়  দৌলতপুর উপজেলা প্রশাসন, দৌলতপুর থানা  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।    পরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা  সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব আশিকুর রহমান চৌধুরী।এসময় বক্তব্য রাখেন -সদ্য যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:হাসিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কাশেম, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম , প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ। অফিসার্স ইনচার্জ সুমন কুমার আদিত্য বলেন ১৪ই ডিসেম্বরের যে নীশংস হত্যাকান্ড চালিয়েছে তা জাতিকে মেধাশূন্য করার লক্ষ্য ছিল মূল উদ্দেশ্য।   সভাপতিত্ব বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান বলেন একটা জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে দেশের বুদ্ধিজীবীরা, আর সে বুদ্ধিজীবীদের নিসংস ভাবে হত্যা করা হয়  তাহলে আর রাষ্ট্রের কি থাকে।

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন দৌলতপুর উপজেলা প্রশাসনের মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর মানিকগঞ্জ। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী বুদ্ধি দিবস পালন করে উপজেলা প্রশাসন ১৪(ডিসেম্বর)সকাল ৮ টায় শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দৌলতপুর উপজেলা প্রশাসন, দৌলতপুর থানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব আশিকুর রহমান চৌধুরী।এসময় বক্তব্য রাখেন -সদ্য যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:হাসিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কাশেম, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম , প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ। অফিসার্স ইনচার্জ সুমন কুমার আদিত্য বলেন ১৪ই ডিসেম্বরের যে নীশংস হত্যাকান্ড চালিয়েছে তা জাতিকে মেধাশূন্য করার লক্ষ্য ছিল মূল উদ্দেশ্য। সভাপতিত্ব বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান বলেন একটা জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে দেশের বুদ্ধিজীবীরা, আর সে বুদ্ধিজীবীদের নিসংস ভাবে হত্যা করা হয় তাহলে আর রাষ্ট্রের কি থাকে।

ঈদগাঁওতে প্রজাপতি প্রতীকের মেহেনূর আক্তার পাখির নান্দনিক প্রচারনা

হাতিয়া গৃহহীনদের জন্য নির্মিত ৬০টি আশ্রয়ান প্রকল্প হস্তান্তর।