৭ এপ্রিল ২০২৩ , ২:১৮:৪৮ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহজালাল দেওয়ান।। গাজীপুর মহানগর বৃহত্তর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন ও টঙ্গী থানা যুবলীগ কর্মী কামাল হোসেনের মা মরহুমা শরিফা বেগম এর নামাজের জানাজা বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে টঙ্গী বিসিক লিলিফুড মোড় কিষান মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ই এপ্রিল)বেলা ৩ টায় উত্তরা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) I মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। নামাজের জানাজায় ইমামতি করেন টঙ্গী ডেসকো বাইতুর মামুর জামে মসজিদের ইমাম হাজী ইসমাইল হোসেন,এতে অংশ নেন প্রখ্যাত শ্রমিক নেতা মতিউর রহমান বি,কম,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক শফিকুল ইসলাম শফিক,স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন,আব্দুর রশিদ ভূঁইয়া, শাজাহান মন্ডল,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এহসানুল আলম ফরাজী,সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল,টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ,৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম রিপন সাবেক কাউন্সিলর ও ৪৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন বাবু,সদস্য সচিব সালাউদ্দিন গাজী,ছাত্র নেতা রেজাউল করিম,শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান রানা মাস্টার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের আত্মীয় সজন নামাজে জানাজায় উপস্থিত ছিলেন। মরহুমা শরিফা বেগমের আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে কামাল হোসেন,মেজো ছেলে জামাল হোসেন ও ছোট ছেলে জালাল হোসেন।
নামাজের জানাজা শেষে মরহুমা শরিফা বেগমকে টঙ্গীর মরকুন কবরস্থানে দাফন করা হয়।