৭ এপ্রিল ২০২৩ , ১২:৩২:৩৬ প্রিন্ট সংস্করণ
মোঃ আল-মামুন, আমতলী প্রতিনিধিঃ
বরগুনা জেলার আমতলীর চাওড়ার ঐতিহ্যবাহী তালুকদার বাড়ীর মৃত্যু মোক্তার হোসেন তালুকদারের বড় পুত্র বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাশা তালুকদার তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
আজ বৃস্পতিবার (৬ এপ্রিল) বেলা ২ ঘটিকায় বার্ধক্য জনিক কারেন আমতলীর ইউনিক স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীনবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ছিলেন একাধারে নির্ভীক দেশ প্রেমিক, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী।
বিকাল সাড়ে ৫টায় উপজেলা ঈদগাঁহ মাঠে ১ম জানাজা শেষে গার্ড অফ অনার দেয়া হয়। ২য় জানাজা তার নিজ বাড়ী চাওড়া তালুকদার বাড়িতে সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বরগুনা-১ সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, উপজেলা নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এড. এম.এ কাদের মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো মজিবুর রহমান, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান সহ বিভিন্ন মহল থেকে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।