৭ এপ্রিল ২০২৩ , ১২:২৬:১৪ প্রিন্ট সংস্করণ
মোঃ বিপুল ইসলাম,
স্টাফ রিপোর্ট।
যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন প্রতিবেদন ‘ক্রাইম সিন’ এ সড়ক ও জনপদ বিভাগের জমি জালিয়াতির কারণে এক বছর কারাদণ্ডপ্রাপ্ত রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু বাহিনীর জমি দখল, মাদক সাম্রাজ্য গড়ে তোলাসহ বিভিন্ন অপকর্মের প্রতিবেদন করায় যমুনা টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রধান
সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দাখিল করেছেন দণ্ডপ্রাপ্ত আসামি জাকারিয়া আলম শিপলু।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জানিয়েছেন সাংবাদিক নেতারা।
রংপুরে সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ১৫টি সাংবাদিক সংগঠনের নেতাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
একই সঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামি কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুদকসহ প্রশাসনের প্রতি আহ্বান সংবাদ কর্মীগণ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
উক্ত মানববন্ধনে শুরুতেই স্বাগত বক্তব্য দেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, জ্যেষ্ঠ সাংবাদিক ও একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার একেএম মঈনুল হক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, চ্যানেল টুয়েন্টিফোরের রংপুর স্টাফ রিপোর্টার ফখরুল শাহীন, আনন্দ টিভির রংপুর প্রতিনিধি মাহফুজুল আলম প্রিন্স, রংপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশেন রংপুরের সহ-সভাপতি আসাদুজ্জামান আফজাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সভাপতি মাহমুদ জয়, পীরগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, যার বিরুদ্ধে ভুয়া দলিলে সরকারি জমি আত্মসাৎ, তথ্য গোপন করে নির্বাচনে অংশগ্রহণ, মাদক কারবারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই কাউন্সিলর ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও আদালতে হাজির হয়ে কীভাবে মামলার আবেদন করেন, এটা বোধগম্য নয়। কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু মামলা করে প্রমাণ করেছেন গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। আমরা মনে করেছি সংবাদ প্রকাশের পর দুদক, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ প্রশাসন, সিটি করপোরেশন ওই কাউন্সিলরের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে, কিন্তু আজ উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পাঁয়তারা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।