দেশজুড়ে

লাখাইয়ে পথশিশু সহায়তা সংগঠন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট

৭ এপ্রিল ২০২৩ , ১২:২৪:৪৩ প্রিন্ট সংস্করণ

কামরুল কামরুল হাসান,
লাখাই-হবিগঞ্জ

লাখাইয়ে পথশিশু সহায়তা সংগঠন এর ইফতার ও দোয়া মাহফিল -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) লাখাইর স্থানীয় বুল্লাবাজারস্থ” তিনভাই হোটেল “এ বিকাল ৫ টায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভা সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি নুর আলম এর সভাপতিত্বে ও এস,এম,জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সারোয়ার আলম ভূইয়া, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসীন সাদেক, সংগঠন এর উপদেষ্টা আবু নাসের,উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক শাওন আহমেদ সেন্টু।আলোচনায় অংশ নেন সালাহ উদ্দিন,মনির হোসাইন, তপু,আমিনুল ইসলাম জামিরুল,আনোয়ার হোসেন,রাব্বি, সেলিম, রবিউল,শাওন প্রমুখ। ইফতার মাহফিলে শতাধিক এতিম ও মাদ্রাসা ছাত্র অংশ নেয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজাহিদুল ইসলাম।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content