দেশজুড়ে

টেন্ডার হলেও? শুরু হয়নি রাস্তার কাজ  , দ্রুত বাস্তবায়নের দাবিতে তাহিরপুরে  মানববন্ধন

ডেস্ক রিপোর্ট

৬ এপ্রিল ২০২৩ , ৫:৫২:৪২ প্রিন্ট সংস্করণ

 

এস এ আখঞ্জী তাহিরপুরঃ- সুনামগঞ্জের তাহিরপুর থানা ব্রিজ হতে তাহিরপুর -সুনামগঞ্জ রোড পর্যন্ত,রাস্তার  টেন্ডার হলেও  রাস্তার উন্নয়ন মূলক কাজ শুরু হয়নি। দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল)দুপুরে তাহিরপুর  উপজেলা পরিষদ চত্বরে, সচেতন নাগরিক সমাজের উদ্যোগে, উপজেলার  সকল শ্রেণি পেশার  একাত্মা পোষন করে, মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন কলেজ এর সাবেক অধ্যক্ষ সাইদুল কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,  সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজ্জামিল হক নাসরুম, তুহিন মিয়া প্রমুখ।

এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির  বলেন, তাহিরপুর থানা আর ডাক বাংলার মধ্যে দিয়ে একটা রাস্তা  আছিন, আগে আমরা এই ডাদিয়া আসা যাওয়া করতাম, আর এইডার  নাম আছিন সিলেটিয়া রাস্তা,  এখন  এইডা ব্লক হইয়া গেছে। এইডা উদ্ধার করিয়া দিবার জোরদাবী জানাই, আর দ্রুত রাস্তার কাজ শুরু করতে হবে । এছাড়াও অন্য বক্তারা বলেন, রাস্তা কাজ দ্রুত সম্পূর্ণ হলে, দুর্গম হাওরাঞ্চলের মানুষের দুর্দশার চিত্র পরিবর্তন হয়ে, উন্নয়নের ছোঁয়া লেগে,  মাইল ফলক সৃষ্টি হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content