দেশজুড়ে

**আমতলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু**

ডেস্ক রিপোর্ট

৫ এপ্রিল ২০২৩ , ১০:১১:৪০ প্রিন্ট সংস্করণ

 

মোঃ আল- মামুন আমতলী প্রতিনিধিঃ

অদ্য দুপুর ১ টা ৩০ মিনিটে দঃ পূর্ব আমতলী মানিকঝুড়ি নিবাসী, মোঃ সোবাহান হাওলাদের ছেলে মোঃ শামীম হাওলাদার শর্ট শার্কিট জনিত কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরন করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। তার জানাজা নামাজ সন্ধ্যা ৭:৩০ মিনিট এর সময় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে এলাকার শত শত মুসুল্লি গন অংশ গ্রহণ করেন। এবাং এলাকা বাসী শোক প্রকাশ করেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content