৫ এপ্রিল ২০২৩ , ৫:৫৪:৪৪ প্রিন্ট সংস্করণ
মুকুল বসু ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারের ২ ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, নগরকান্দা বাজারের ঠাকুর ড্রাগস ও ন্যাশনাল ফার্মেসীকে অনুমোদিত স্যালাইন, যৌন উত্তেজক ঔষধ ও মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।