ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Developer Zone
এপ্রিল ৫, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ইয়াছিন আরাফাত, কুমিল্লা

কুমিল্লার চান্দিনায় কৃষি প্রণোদনার আওতায় খরিপ-১/২০২২-২০২৩ মৌসুমে আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৯’শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দও।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় চান্দিনা উপজেলার চান্দিয়ারা শাহী ঈদগাহ ময়দানে ও উপজেলা কৃষি অফিস এর আয়োজনে ওই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল।

উপ-সহকারী কৃষি অফিসার মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য বক্তব্য কৃষক সাইফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম মেম্বার, মো. ফারুক আহমেদ ভূঁইয়া, পৌরসভার কাউন্সিল মো. আবদুর রব, উপজেলা কৃষকলীগের সভাপতি মনির খন্দকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ্ সেলিম প্রধান, কৃষক লীগের নেতা এডভোকেট শাহজালাল শিপন,চান্দিনা উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক আখলাকুর রহমান জুয়েল, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু ইউসুফ, শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক, পৌরসভার কাউন্সিল মো. আবু কাউছার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনির আহম্মদ, উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম খাঁন,এডভোকেট মামুন,চান্দিনা পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, মাজেদুল ইসলাম, সুলতান আহমদ, শৈলাশ চন্দ্র মজুমদার, কিরণ রানী সরকার, নাহিদা আক্তার, মো. গোলাম সারওয়ার, আনিসুল ইসলাম মোল্লা, আবুল কাদের জিলানী, মো. জালাল উদ্দিন, আনোয়ার হোসেন মুন্সি, শাহ জালাল ,মো. সফিকুল ইসলাম, তারেক বিন কাশেম, কনক সরকার, মাসুদ রানা সহ উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ -১ মৌসুমে আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চান্দিনা উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ২ হাজার ৯’শত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে মোট ধানবীজ১৪.৫ মে. টন, ডি,এ,পি ২৯মে. টন, এমওপি ২৯মে. টন মোট ৭২.৫মে. টন। প্রতি কৃষক মাঝে ১০ কেজি ডি,এ,পি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি ধান বীজ করে বিতরণ করা হবে।

এরপর প্রধান অতিথি অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত এমপি মহোদয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কার্যক্রম উদ্বোধন করেন।

শেয়ার করুন: