আইন

লালমনিরহাট জেলায় ছাত্রলীগ নেতা খুন, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট

৫ এপ্রিল ২০২৩ , ৩:১৪:২৪ প্রিন্ট সংস্করণ

 

রাকিব হোসেন, স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ সংবাদঃ

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ভোটমারী ইউনিয়নের সাবেক সভাপতি আবু মুসা ছোটনকে (৩১) ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
কালীগঞ্জ উপজেলাধীন ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর জামিরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এঘটনা হয় বলে জানা যায়।
নিহত আবু মুসা ছোটন ভোটমারী ইউনিয়নের হাজীর স্কুল এলাকার মৃঃ আবুল কাশেমের ছেলে।
নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসীর তথ্য মতে গত মঙ্গলবার ৪ঠা এপ্রিল বাদ মাগরিব ছোটন বাজারে একটি দোকানের সামনে গল্প করেছিলো এ সময় তার চাচাতো ভাই আতিক হোসেন পলাশ তাকে জরুরি কথা আছে জন্য ডেকে নিয়ে গিয়ে পারিবারিক শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে পলাশ ছুরি দিয়ে আঘাত করে ছোটন কে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
স্থানীয় লোকজন ছোটনকে সেখান থেকে নিয়ে গিয়ে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ছোটনের অবস্থা খারাপ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাত ৭ টা ৩০ মিনিটে ছোটনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল বলেন,’পূর্ব শত্রুতার জের ধরে চাচাতো ভাই আতিক হোসেন পলাশ আবু মুসা ছোটনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ পলাশকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।
এ ঘটনায় ছোটনের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content