কৃষি

নগরকান্দা উপজেলা কৃষকের হাসি কেড়ে নিল শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে

ডেস্ক রিপোর্ট

৫ এপ্রিল ২০২৩ , ৩:১২:২৯ প্রিন্ট সংস্করণ

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে ভয়াবহ শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড় হয় গতকাল সন্ধ্যা ৬ ঘটিকায় (২৯ মার্চ ২৩ ইং বৃহস্পতিবার) এতে করে পেঁয়াজের দানা পেঁয়াজ সহ আরো অন্যান্য জমির ফসল ক্ষয়ক্ষতি হয়। শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে মেহেরদিয়া গ্রামের নুরুল ইসলাম মোল্লা,ফিরোজ মোল্লা, ফারুক শেখ,ইয়াদআলী মোল্লা সহ আর অন্যান্য কৃষকদের পেঁয়াজের দানার ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাই তিন একর জমি। কৃষকের সাথে কথা বলে জানা যায় তিন একর পেঁয়াজের দানার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ থেকে ১৪ লক্ষ টাকা এ সময় তারা আরো বলেন আমরা এই পেঁয়াজের দানার চাষ করতে যেয়ে অনেক টাকা ঋণী হয়েছি আমরা কিভাবে এত ঋণ পরিশোধ করব। এক পর্যায়ে কথা বলার মধ্যে নুরল ইসলাম মোল্লা এবং ফিরোজ মোল্লা কান্না জনিত কন্ঠে বলেন আমরা অনেক টাকা ঋণী আমাদের একমাত্র সম্বল ছিল পেঁয়াজের দানা অনেক টাকার ক্ষতি হয়ে গেলো আমাদের ক্ষতিপূরণ কি করে সম্ভব হবে । এদের মধ্যে নুরল ইসলাম মোল্লার একার- ই প্রাই দেড় একর জমি।
ক্ষতিগ্রস্তরা এ সময় কান্না জড়িত কন্ঠে বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে কৃষকের উপর শু নজর রাখেন,কিছুটা হলেও আমাদের একটু ব্যবস্থা করে দিবেন, নগরকান্দা উপজেলা মাননীয় কৃষি অফিসারের মাধ্যমে।তাই কৃষি অফিসারে দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনার প্রতি। আশাবাদী আপনি একটু হলে আমাদের প্রতি শোনোজর দিবেন। বৃহস্পতিবার সকালে নগরকান্দা উপজেলা কৃষি ফিল্ড অফিসার মোশারফ হোসেন খবর পাওয়া মাত্র সরযমিন ঘুরে দেখেন,ঘুরে দেখে কৃষক-দের কিছু টা আশ্বস্ত করেন।এ-সময় আরো বলেন আমি সর্বোচ্চ চেষ্টা করব উপরস্থ স্যারদের নজরে দেওয়ার জন্য।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content