ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সাংবাদিকের গেরেজে ভাংচুড় করে আগুন : থানায় অভিযোগ।

Developer Zone
এপ্রিল ৫, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

 

মাইনুল ইসলাম মামুন পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডে মুক্তারকাঠী এলাকায় পিরোজপুর প্রেক্লাবের দপ্তর সম্পাদক তামিম সরদারের অটোরিক্সার নির্মানাধীন গেরেজে হামলা ভাংচুর করে আগুন দিয়েছে দুবৃত্তরা।
আজ ভোর রাতে ভাংচুর ও হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, ধারনা করা হচ্ছে অটোরিক্সার নির্মানাধীন গেরেজটি ভোর রাতের দিকে ভাংচুর চালিয়ে প্রেট্রোল দিয়ে আগুন দেয়া হয়। তবে গেরেজটি কাঁচা কাঠ দিয়ে নির্মানাধীন হওয়ায় এর কিছু অংশ পুরে গেছে। তবে এটি পূবর্শ শত্রুতার জের ধরে হতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।

সাংবাদিক তামিম এই প্রতিবেদককে জানায়, অটোরিক্সার নির্মানাধিন গেরেটির কাজ চলমান ছিলো। রমজানের কারনে কয়েকদিন কাজ বন্ধ রাখা হয়েছিলো। এ সুযোগে সোমবার ভোর রাতে হামলা চালিয়ে ভাংচুর করে পেট্রোল দিয়ে আগুন দেয় দুবৃত্তরা। এতে নির্মানাধীন ঘরের সামনের অংশে ভাংচুর চালিয়ে আগুন দিলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তবে জমা জমি নিয়ে বিরোধের কারনে এ ঘটনা হতে পারে।

পৌরসভার ০১নং ওয়ার্ডের কাউন্সলর সরদার জিয়াউল হাসান টিপু জানায় গভীর রাতে ভাংচুড় ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। রমজানের মধ্যে এমনটা হতে পারে ধারনা করা যায় না। তবে জমি জমা নিয়ে পারিবারিক বিরোধের কারনে এমনটা হতে পারে বলে ধারনা করছে সবাই।

পিরোজপুর সদর থানার এস আই শাহেদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেরেজের সামনের অংশে ভাংচুর চালানো হয়েছে এবং ভেতরের অংশে আগুন দেয়ার চেষ্টা চালানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থালে গিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।