রাকিব হোসেন, স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রামে করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অফুরন নেছা(৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অফুরন নেছা উপজেলার বাউরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নবীনগর রেলগেইট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে অফুরন নেছা বাউরা বাজার থেকে রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন,এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস বাউরা রেলগেইট এলাকায় অফুরন নেছাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বাউরা ইউপি চেয়ারম্যান রাবিউল হক মিরন অফুরন নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে,অফুরন নেছা শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।