৪ এপ্রিল ২০২৩ , ১০:০৬:৫৬ প্রিন্ট সংস্করণ
জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর সভার প্যানেল মেয়র পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি’র উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ এপ্রিল) পৌরসভা ৭ নং ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় ছমির মোল্লা ঈদগাহ ময়দানের পাশে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল লতিফ মুনসুরী’র দোয়া পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নিজাম শেখ, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মো. ইসলাম মোল্লা, গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখসহ স্থানীয় মুসুল্লীগণ।
ইফতার ও দোয়া মাহফিল সম্পর্কে নাসির উদ্দিন রনি বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং প্রতিবছর আমাদের আশেপাশের মসজিদগুলোতে স্থানীয় রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকি।