ক্যাম্পাস

৫ টাকায় ইফতার বিতরণ করছে মানব কন্যারা।

ডেস্ক রিপোর্ট

৪ এপ্রিল ২০২৩ , ৩:৪৯:৫৫ প্রিন্ট সংস্করণ

 

পার্থ কর্ম কার ( মানিকগঞ্জ),,,,

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বৃষ্টি চক্রবর্তী ও তার সহপাঠীরা মিলে আজ মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে স্বল্পআয়ের মানুষের মাঝে মাত্র পাঁচ টাকার বিনিময়ে ইফতার বিতরণ করেছে। বৃষ্টি চক্রবর্তী জানান এটা দান নয় স্বল্প আয়ের মানুষের সাধ্যের মধ্যে ইফতার দেওয়ার প্রয়াস। তিনি আরো জানান মাত্র পাঁচ টাকার বিনিময়ে এই ইফতার গুলো কিনে খেতে পারবেন স্বল্পআয়ের মানুষ। এক স্বল্পআয়ের মানুষ জানান যে বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে প্রতিদিন ইফতার কিনে খেতে পারছেনা তারা আজ মাত্র পাঁচ টাকার বিনিময়ে ইফতার গুলো কিনতে পেরে তারা খুবই আনন্দিত। সাধারণ জনগণ জানান যে মানব কন্যাদের এই উদ্যোগটা তাদের খুবই ভালো লেগেছে কেননা স্বল্পআয়ের মানুষগুলো মাত্র পাঁচ টাকার বিনিময় ইফতার গুলো কিনতে পারছেন ফলে তারা একটু ভালো খাবার দিয়ে তাদের ইফতার টা করতে পারবেন। শিক্ষার্থীদের এই উদ্যোগে গর্বিত মানিকগঞ্জ মহিলা কলেজের সম্মানিত শিক্ষক বৃন্দ ও মানিকগঞ্জবাসী।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content