মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ঠাকুরগাঁও পৌরসভার তৎকালীন চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন (চখা মিয়া) এর ২৭তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ।
রবিবার (২ এপ্রিল) বিকালে শহরের জে.আর. সেন্টারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর মো. আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, সম্মাননা উপ-কমিটির আহ্বায়ক আনিসুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট্রের সভাপতি মনোরঞ্জন।
এর আগে সকাল ১০টায় মির্জা রুহুল আমিনের বাসভবনে ও সেনুয়া কবরস্থান মসজিদে কোরআন খতম, দুপুরে কবর জিয়ারত করা হয়।
এ ছাড়া বিকালে জেআর সেন্টারে কোরআনের হাফেজদের সনদপত্র ও অর্থ দিয়ে সহযোগিতা এবং শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের জন্য অধ্যাপক চৌধুরী মো. হুমায়ুন কবির, নারী উন্নয়নে বিশেষ অবদানে জেলা মহিলাদলের সভানেত্রী ও সদর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিসসহ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ সম্মাননা সনদ ও পদক দেওয়া হয়।
পরে সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা খলিলুল রহমান।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।