ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

শৈব সংঘের উদ্যোগে শিবচতুর্দশী উৎসব পালিত

Developer Zone
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

 

টনি পাল, চট্টগ্রাম স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলাস্থ দক্ষিণ ভূর্ষি গ্রামে শিব চতুর্দশী উপলক্ষে দুই শত বছরের অধিক ঐতিহ্যবাহী পুরনো শিব মন্দিরে ২ দিনব্যাপী শিব চতুর্দশী উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
শৈব সংঘের উদ্যোগে গত শনিবার ও রবিবার শিব পূজা উপলক্ষে ২ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। দুইশত পঞ্চাশ বছরের পুরোনো এই মন্দিরে দূর দুরান্ত থেকে আগত ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে উপস্থিত হন।দেবাদিদেব মহাদেবের পূজা শেষে ডাবের জল, দুধ ও বেলপাতা দিয়ে শিব লিঙ্গ স্নান করিয়ে প্রার্থণা করেন আগত উপবাসী ভক্তরা।
সার্বজনীন শিব চতুর্দশী মহাব্রত উৎসব পরিচালনা কমিটির সভাপতি যীশু চৌধুরী এবং সাধারণ সম্পাদক অমি দাশ বলেন, মন্দিরটি দুইশত বছরের অধিক পুরোনো মন্দির।
লোকমুখে শোনা যায় এই মন্দির জুড়ে রয়েছে অনেক মহিমা। মন্দিরের সামনে রয়েছে এক বিশাল বটবৃক্ষ। শিববাড়ী সংলগ্ন চৌধুরী পাড়ার এক ব্যক্তি স্বপ্নে প্রাপ্ত হন যে বট বৃক্ষের নিচে প্রতিষ্ঠিত আছেন মা জাগ্রত ভবানী। তারই সুত্র ধরে বট বৃক্ষের নিচে প্রতিষ্ঠা করা হয় মা ভবানীর সেবাখোলা। ঠাকুরের অসীম লীলা তিনি স্বয়ং অবস্থান করছেন এই জাগ্রত শিব মন্দিরে। শিব ঠাকুরের পূজার মাধ্যমে পূরণ হতো ভক্তদের মনোবাসনা। প্রতিবছর এখানে বিভিন্ন স্থান থেকে ভক্তরা পূজা-অর্চনা করতে আসেন। সনাতন ধর্মের ভক্তরা শিব চতুর্দশীর পূণ্য তিথিতে এখানে পূজা-অর্চনার মাধ্যমে দেবাদিদেব মহাদেবের কৃপা লাভের জন্য ছুটে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করলে এগিয়ে আসেন অদুল অনিতা ট্রাস্ট, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাগীশিক সহ বিভিন্ন ধর্মপ্রাণ দানশীল ব্যক্তি ও প্রবাসী। মন্দিরের ফাউন্ডেশন, বেইজ, পুকুরঘাট, বাউন্ডারি ওয়ালসহ মন্দিরের চারপাশে দেওয়াল নির্মাণ করা হয়। নির্মাণ সময়ে তৈরি করা হয় একটি অস্থায়ী চৌচালা কুঠির যা নিয়মিত পুজার অর্চনা করার জন্য। বেশ কিছু কাজ সম্পন্ন করার পর আর্থিক অবস্থান অনুকূলে না থাকায় এবং করোনা মহামারীর কারণে নির্মাণ কাজ সাময়িক ভাবে বন্ধ ছিলো। ” শেষে অত্র শিব মন্দির নিমার্ণে সবার সহযোগীতা একান্তভাবে কামনা করেন।

শেয়ার করুন: