মোঃ সিয়ামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ উপলক্ষ্যে “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২ এপ্রিল রোজ রবিবার সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, চাঁপাইনবাবগঞ্জ-এ একটি প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ; ডা. এস. এম. মাহমুদুর রশিদ, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ; বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ এবং সমাজসেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
স্বাগত বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিবন্ধীতার সার্বিক চিত্র তুলে ধরেন-জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম।
তিনি বলেন, বর্তমানে জেলা ৩৩ হাজার ৫৫৬ জন প্রতিবন্ধী রয়েছেন। তাদের মধ্যে ৫৪০ জন অটিজম, ১৬ হাজার ৩৬০ জন শারীরিক, ৯১৫ জন দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত, ৫ হাজার ১৮৪ জন দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৬৬ জন বাক প্রতিবন্ধী, ৩ হাজার ১৯৭ জন বুদ্ধি প্রতিবন্ধী, ৯৬৪ জন শ্রবণ প্রতিবন্ধী, ৮২ জন শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৮ জন সেরিব্রালপালসি, ১ হাজার ৮১৪ জন বহুমাত্রিক, ডাউন নিড্রম ৫৯ জন এবং অন্যান্য ২৫৭জন প্রতিবন্ধী রয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ফিরোজ কবির।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।