২ এপ্রিল ২০২৩ , ১:৩৮:০৮ প্রিন্ট সংস্করণ
মোঃ সিয়ামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ উপলক্ষ্যে “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২ এপ্রিল রোজ রবিবার সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, চাঁপাইনবাবগঞ্জ-এ একটি প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ; ডা. এস. এম. মাহমুদুর রশিদ, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ; বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ এবং সমাজসেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
স্বাগত বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিবন্ধীতার সার্বিক চিত্র তুলে ধরেন-জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম।
তিনি বলেন, বর্তমানে জেলা ৩৩ হাজার ৫৫৬ জন প্রতিবন্ধী রয়েছেন। তাদের মধ্যে ৫৪০ জন অটিজম, ১৬ হাজার ৩৬০ জন শারীরিক, ৯১৫ জন দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত, ৫ হাজার ১৮৪ জন দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৬৬ জন বাক প্রতিবন্ধী, ৩ হাজার ১৯৭ জন বুদ্ধি প্রতিবন্ধী, ৯৬৪ জন শ্রবণ প্রতিবন্ধী, ৮২ জন শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৮ জন সেরিব্রালপালসি, ১ হাজার ৮১৪ জন বহুমাত্রিক, ডাউন নিড্রম ৫৯ জন এবং অন্যান্য ২৫৭জন প্রতিবন্ধী রয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ফিরোজ কবির।