আইন

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে বৃদ্ধ নিহত, শিশু আহত

ডেস্ক রিপোর্ট

১ এপ্রিল ২০২৩ , ১১:৩১:১৮ প্রিন্ট সংস্করণ

 

মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের গুলাগুলিতে এক বৃদ্ধ রোহিঙ্গা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে এক শিশু। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিহত ৬১ বছর বয়সী ছৈয়দ আলম বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা। গুলিবিদ্ধ ১২ বছরের তাইফুর কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার মধ্যরাতে বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন। এক শিশু-ও গুলিবিদ্ধ হয়।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের পৃথক দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content