১ এপ্রিল ২০২৩ , ১১:২৯:৩০ প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ ইউনুছ অভি
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ অপার সম্ভাবনাময় ঐতিহাসিক ট্যুরিস্ট স্পটে পরিনত হতে চলছে। প্রকৃতির সৌন্দর্যের লিলা ভুমি টেকনাফ কে স্পেশাল ইকোনোমিক জোন করার জন্য বাংলাদেশ সরকার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ নামক এলাকায় ১ হাজার ২৭ একর জমির উপর সাবরাং ট্যুরিজম ও ২শত ৭১ একর জমি উপর নাফ ট্যুরিজম নামে দুইটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতিমধ্যে দুইটি ট্যুরিজমে মাটি ভরাট,গাইড ওয়াল ও বিদ্যুৎ সংযোগের কাজ দ্রত গতিতে এগিয়ে চলেছে। এই কাজ সর্ম্পন্ন হলে চলতি অর্থবছরে মুল অবকাঠামোগত কাজ শুরু হবে বলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভাগ সুত্রে জানা গেছে।
সাবরাং ট্যুরিজম স্পেশাল ইকোনোমিক জোন এর অবস্থান। এখানকার নির্মল বায়ু, দুরের উচুঁ পাহাড়, সমুদ্র এবং জলাশয়ের সমন্বয়ে সৃষ্ট মনোমুগ্ধকর পরিবেশ সব বয়সী পর্যটক কে আকৃষ্ট করবে। সাবরাং ট্যুরিজম পার্কে একাধিক আন্তর্জাতিক মানের হোটেল,কটেজ,বীচ ভিলা,ওয়াটার ভিলা, নাইট ক্লাব, কার পার্কিং,সুইমিংপুল,কনভেনশন হল,বার,অডিটোরিয়াম,অ্যামিউজমেন্ট পার্ক,ক্রাফট মার্কেট,সহ বিভিন্ন পর্যটন সুবিধা ধাপে ধাপে গড়ে উঠবে। সাবরাং ও জালিয়ার দ্বীপ নাফ ট্যুরিজম পার্কের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা ও ব্যবস্থাপনা টেকনাফ কে দেশ সেরা ট্যুরিজম অঞ্চলের দ্বারপ্রান্তে পৌঁছে দিবে। টেকনাফ উপজেলা হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে সেরা ট্যুরিজম স্পট। এই অর্থনৈতিক অঞ্চলের কাজ আরম্ভ হলে অর্থনৈতিক ভাবে যেমনি পরিবর্তন হবে তেমনি এলাকার বেকারত্ব দুর হবে বলে এলাকার সচেতন মহল জানান।