অপরাধ

রাজবাড়ীর গোয়ালন্দে ডিবি পুলিশের অভিযানে গাঁজা সহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

১ এপ্রিল ২০২৩ , ১০:২২:৪১ প্রিন্ট সংস্করণ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী>>

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

জানাযায়, শনিবার (০১ এপ্রিল) সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া উপজেলার দৌলতদিয়া পূর্ব পাড়া যৌনপল্লীর মো. বাবু প্রামানিক এর বসত বাড়ীর উঠান থেকে মো. টিটু শেখ (২৩) নামে এক মাদক কারবারিকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড সৈয়দাল পাড়া’র মৃত জমির শেখের ছেলে।

রাত সাড়ে ৯টায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন: