৩১ মার্চ ২০২৩ , ১১:০৪:২৮ প্রিন্ট সংস্করণ
জামেনুল ইসলাম চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি
জনকল্যান রক্তদান মানবিক সংস্থা দিনাজপুর পবিত্র মাহে রমজান উপলক্ষে একই দিনে ১সাথে ৩টি মানিবক কাজ করতে সক্ষম হয়েছে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মিরাজ ও সাধারন সম্পাদক মোঃ রিমন রহমান এর ও সদস্য বিন্দু
১ম স্থান : চকনারায়নপুর নূরানী হাফিজিয়া মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা, পাঁচবাড়ী কোরআন পাখিদের ইফতার বিতরণ
২য় স্থান : পূর্ব মহেশপুর বুড়া দিঘি নূরানী হাফিজিয়া কাওমী মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা , লহ্মীতলা কোরআন পাখিদের ইফতার বিতরণ
৩য় স্থান : আমতলী তুলশীপুর ডাক্তার পাড়া জামে মসজিদ এ ২০ টা মগ বিতরণ
যাদের অর্থায়নে জনকল্যাণ রক্তদান মানবিক সংস্থা দিনাজপুর সঠিক ভাবে মানবিক কাজগুলো করে যাচ্ছে, মহান আল্লাহ তা’য়ালা তাদের সুস্থ রাখুন ও কবুল করুন।
আমিন