দেশজুড়ে

দুর্গাপুরে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন মানবিক নেতা “সাদ্দাম আকঞ্জি”

ডেস্ক রিপোর্ট

৩১ মার্চ ২০২৩ , ১১:০২:১৭ প্রিন্ট সংস্করণ

 

মোঃ মাসুম বিল্লাহ
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসান নীরা “সাদ্দাম আকঞ্জির” উদ্যোগে সাধারণ পথচারী, রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ি চালকদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে এ ইফতার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে, প্রেস ক্লাব মোড়, বিরিশিরি বাসট্যান্ড ও পৌরশহরের বিভিন্ন এলাকায় সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন, সাদ্দাম আকঞ্জির ছেলে তারিফ আকঞ্জি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনি বাউল, যুবলীগ নেতা হুমায়ুন রশিদ বাবু, মহিউদ্দিন জিহাদী, মোঃ নবী, আরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে প্রতিনিধিকে সাদ্দাম আকঞ্জি বলেন, আমার অভিভাবক, স্থানীয় এমপি মানু মজুমদারের নির্দেশনায়, আমি সবসময়ই চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও মাহে রমজান উপলক্ষে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছি। আমি যতদিন বেঁচে থাকবো, গরিব দুঃখী, অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন: