দেশজুড়ে

হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক. ম. মোজাম্মেল হক।

ডেস্ক রিপোর্ট

৩১ মার্চ ২০২৩ , ৩:৫৭:৩৪ প্রিন্ট সংস্করণ

 

মোঃ ফরহাদ উদ্দিন
হাতিয়া উপজেলা প্রতিনিধি

নোয়াখালী দ্বীপ হাতিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন ও উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ৩১ মার্চ) সকাল ১০টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হক এ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।এর আগে মুক্তিযোদ্ধ কমপ্লেক্স চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মুক্তিযোদ্ধের বিজয় মঞ্চ বীর মুক্তিযোদ্ধা ও সমাগত সুধী সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ, উপজেলা শাখার আয়োজনে, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মুহিউদ্দিন মুহিনের সঞ্চানালনায়..
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে উদ্বোধনী ও সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত বক্তব্য রাখেন.. নোয়াখালী-৬ হাতিয়া আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, মুক্তিযুদ্ধ কালীন হাতিয়ার কর্মন্ডার ও সাবেক এমপি অধ্যাপক মোঃ ওয়ালী উল্যাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন,
উক্ত সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন..
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, সার্কেল এসপি আমান উল্যাহ,
বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ।

সুধী সমাবেশের প্রধান অতিথি আ. ক. ম. মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন..

আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের মহান নেতা, শিক্ষক, ও অভিভাবক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content