জাতীয়

প্রধানমন্ত্রীর দিক- নির্দেশনায় দৌলতপুরে ভিক্ষক পুনর্বাসন” বললেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা

ডেস্ক রিপোর্ট

৩১ মার্চ ২০২৩ , ১১:৪৯:১৮ প্রিন্ট সংস্করণ

 

মোঃ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ।

মানিকগঞ্জের দৌলতপুরে আজ ৩০ই মার্চ বৃহস্পতিবার ভিক্ষক পুনর্বাসনের দোকান পেলেন ৪পরিবার।

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান
প্রাচীন কাল থেকেই মানব সমাজে ভিক্ষাবৃত্তি চলে আসছে। বর্তমান সময়ে কিছু মানুষের কর্ম বিমুখতা এবং একদল স্বার্থান্বেষী মহলের অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ভিক্ষাবৃত্তির ব্যাপক প্রসার ঘটেছে। ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। এটি স্বীকৃত কোন পেশা নয়। বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ ঘটেছে। ভিক্ষাবৃত্তির লজ্জা থেকে দেশকে মুক্ত করতে দৌলতপুর উপজেলার ৪টি ভিক্ষকের পুনর্বাসের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় দৌলতপুর মানিকগঞ্জ হতে ভিক্ষকদের মালামাল সহ দোকানঘর দিয়ে পুনর্বাসন করা হয়। দৌলতপুর গ্রামের মাসুদ,চকমিরপুর গ্রামের পিয়ার আলী,আবুডাঙ্গা গ্রামের বাচ্চু মোল্লা,ধামশ্বর ইউনিয়নের আব্বাস আলী এই পুনর্বাসনের সুযোগ পান। দোকান গুলো হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন,উপপরিচালক, মানিকগঞ্জ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা,ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল, সমাজসেবা অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content