দেশজুড়ে

ইফতার পার্টি ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট

৩০ মার্চ ২০২৩ , ১০:৫৪:০০ প্রিন্ট সংস্করণ

 

রিপোর্টার
মোঃ শাহ্ আলম তালুকদার

জাবরাজান বি এইচ দাখিল মাদ্রাসা

জাবরাজান গ্রামের কৃতি সন্তান,
জনাব খন্দকার মিজানুর রহমান শেলী,
প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,
আজকে জাবরাজান বি এইচ দাখিল মাদ্রাসায় ইফতারে আয়োজন করেছেন।
এতে উপস্থিত ছিলেন,
মোঃ হাসানুজ্জামান তালুকদার রন্জু,
সভাপতি জাবরাজান বি এইচ দাখিল মাদ্রাসা, পরিচালক শহিদ ক্যাডেট একাডেমি,
মোঃ শামীম আল মামুন প্রামানিক, সাবেক চেয়ারম্যান সল্লা ইউনিয়ন পরিষদ,
মোঃ ইকবাল হোসেন ইমাম, ম্যানেজার ইসলামি ব্যাংক,
খন্দকার গোলাম কিবরিয়া, অবঃ কৃষি কর্মকর্তা,
মোঃ আঃ আজিজ মন্ডল, আওয়ামীলীগ নেতা,
মোঃ শামছুল হক শামীম তালুকদার
সভাপতি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সল্লা ইউনিয়ন,
খন্দকার শহিদুল আলম বাবলু, আওয়ামী লীগ নেতা,
মোঃ রফিকুল ইসলাম, সদস্য সল্লা ইউনিয়ন পরিষদ,
মোঃ আনিছুর রহমান, সমাজ সেবক,
হাজ্বী মোঃ ইদ্রিস তালুকদার,
মওলানা মোহাম্মদ হোছাইন, সুপার দেউপুর চক পাড়া দাখিল মাদ্রাসা,
আরও উপস্থিত ছিলেন জাবরাজান বি এইচ দাখিল মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র – ছাত্রী, এবং এলাকার মুরুব্বি গন।


ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন, অত্র মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক, মওলানা মোঃ শহিদুল ইসলাম।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content