(মো: জাকারিয়া হোসেন)
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেক হোল্ডার দের সমন্বয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার বিকেল ০৫ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে রবি লেকচার থিয়েটার হলে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যাল য়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড.ফিরোজ আহমেদ ও রেজিস্ট্রার সোহরাব আলী উপস্থিত ছিলেন। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যা লয়ের শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে উপাচার্য শাহ্ আজম বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা ছাড়াও এর অনেক অংশীজন থাকেন। এ কারণে আজকের সভায় বিশ্ব বিদ্যালয়ের বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক সহ স্থানীয় সূধীজন রয়েছেন। আমাদের কর্মকান্ডের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। এসব ভুলের কারণে অভিযোগ আসলে সেগুলো প্রতিকারের ব্যবস্থা থাকতে হবে। একইসাথে বিশ্ববিদ্যালয় টি নির্মাণের ক্ষেত্রে অংশীজনদের প্রত্যক্ষ সহযোগিতা থাকা দরকার।
এছাড়াও আলোচনা সভায় স্টেক হোল্ডারদের পক্ষে বক্তব্য রাখেন, মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের অধ্যক্ষ আবদুল মতিন প্রমুখ।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।