দেশজুড়ে

স্মার্ট হলো কুষ্টিয়া বিআরটিএ, একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্টিক গ্রহন কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

২৯ মার্চ ২০২৩ , ১:৩০:২৯ প্রিন্ট সংস্করণ

 

মিরপুর প্রতিনিধি :

কুষ্টিয়ায় বিআরটিএ’র স্মার্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্টিক গ্রহন করা শুরু হলো। বুধবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। পরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়াদের একই দিনে বায়োমেট্টিক মেশিনের সাহায্যে (ফিঙ্গার) গ্রহন করা হয়।

এসময় জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক আতিকুল আলম উপস্থিত ছিলেন।
এই ডিজিটাল পদ্ধতি গ্রহনের ফলে ড্রাইভিং লাইসেন্স করতে আসা মানুষদের একবারই বিআরটিএ কার্যালয়ে আসতে হবে। আগে যেখানে তিনবার আসতে হতো। এতে ভোগান্তি ও দালালের দৌরাত্ম কমবে। দ্রুত কাজ হওয়ায় খুশি ড্রাইভিং লাইসেন্স করতে আসা জন সাধারণ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content