আইন

মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে পাচারকালে ৭ লাখ ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট

২৮ মার্চ ২০২৩ , ১১:০৭:০২ প্রিন্ট সংস্করণ

 

এস এন কায়সার জুয়েল
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৭ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এই ঘটনায় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের মঙ্গলবার ভোররাতে কোস্টগার্ড সেন্টমার্টিন বিসিজি স্টেশন সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান কালে মিয়ানমার হতে একটি কাঠের তৈরী বোট বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে কোস্টগার্ড বোটটিকে ধাওয়া করে। ধাওয়ার মুখে পড়ে বোটটি কয়েকটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে দ্রুত মিয়ানমারের সীমানায় পালিয়ে যায়। পরবর্তীতে সাগর হতে ভাসমান ১০টি বস্তা উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ৭ লক্ষ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড এর এই কর্মকর্তা।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content